বেথুয়াডহরী ১ নং পঞ্চায়েতের উদ্যোগে পাড়ায় পাড়ায় বালতি বিতরন কর্মসূচী। পশ্চিম জগদানন্দপুর 112 নম্বর বুথ এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি দুই রকমের বালতি একটি পচনশীল বর্জ্ও আরেকটি অপচনশীল বর্জ পদার্থ জমিয়ে বালতিতে রাখতে হবে। পরে পঞ্চায়েত সেগুলি অন্যত্র নিয়ে যাবে ।