কমলপুর বি এস এম হাসপাতালে এক রগিনী রক্ত নেবার সময় হটাৎ করে মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কমলপুর হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায় কমলপুর নোয়াগাও'র পাল পাড়ার বাসিন্দা শিপ্রা ঘোষ (৪০)(স্বামী সুদীপ ঘোষ )'র হিমোগ্লোবিন ছিল ৩ মহিলাকে বেশ কয়েকদিন আগেই ডাক্তার রক্ত নেবার কথা বলে। কিন্তু মহিলা নিচ্ছিলোনা। আজ তাকে হাসপাতালে এনে রক্ত দেবার জন্য। সেই অনুসারে বিকাল পাঁচটায় মহিলাকে এক ইউনিট রক্ত দেওয়া শুরু হয়।