ত্রিপুরা ধলাই জেলা লংতরাইভ্যালী মহকুমায় ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে আবারো গুরুতর অভিযোগ তুললেন গ্রাহকরা। বিগত দুই মাস যাবৎ গ্যাস গ্রাহকরা অগ্রিম টাকা এবং গ্যাসের বই জমা দিয়েছিল রান্নার গ্যাসের সিলিন্ডার সংগ্রহ করার জন্য। বৃহস্পতিবার সকালে গ্যাস এজেন্সি খোলার পর গ্রাহকরা গ্যাস নিতে আসলে গ্যাস অফিস কর্তৃপক্ষ গ্রাহকদের সাফ জানিয়ে দেয় অফিসে গ্যাস সিলিন্ডার মজুদ নেই। এরপরই গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্দ হয়ে যায় গ্রাহকরা।