৬৪ তম শিক্ষক দিবসকে কেন্দ্র করে গোটা ধলাই জেলা জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমবাসা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে আজ দুপুরে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মহাকুমা ভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস, আমবাসা পুর পরিষদের শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি দীপা দেব, ধলাই জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেববর্মা, আমবাসা বিদ্যালয় পরিদর্শক ধীরেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।