এগিয়ে আসছে টিটিএএডিসি নির্বাচন। ওই এডিসি নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হতে পারে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন। ফলে আসন্ন ওই এডিসি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় হয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। অন্যান্য নির্বাচনের মতোই আসন্ন এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম অঞ্চলে চলছে দল উদল বদলের কর্মসূচি।ওই কর্মসূচী গুলির মধ্যে অনেকটা এগিয়ে রয়েছে গন্ডাছড়া মহকুমার তিপ্রামোথা দল।