মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের শুরু করতে চলেছে এক যুগান্তকারি কর্মসূচি "আমাদের পাড়া, আমাদের সমাধান"। এই কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যেআজ এগরা-১নং ব্লক অফিসে (BDO) সমস্ত স্তরের জনপ্রতিনিধি দের নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠকে হলো আজ দুপুরে।