গন্ডাছড়ার নারায়ণপুর বাজারে রাইমাভেলি ব্লক যুব কংগ্রেসের সভাপতি বাদল সরকার একটি সাংবাদিক সম্মেলন করে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর মূল অভিযোগগুলি সাধারণ মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকারের ব্যর্থতা এবং বিশেষ করে গরিব ও বেকার যুবকদের দুর্দশা নিয়ে। যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করেন যে বিজেপি সরকার সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার অধিকাংশই তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে।