গোপীবল্লভপুর বাজারের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার সৌন্দর্যায়নে উদ্যোগ নিল সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক গ্রুপ 'আমারকার ভাষা আমারকার গর্ব'। রবিবার সংগঠনের পক্ষ থেকে গোপীবল্লভপুর চেকপোস্ট সংলগ্ন সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার পার্থেনিয়াম নির্মূল অভিযান এর পাশাপাশি এলাকায় বৃক্ষরোপণ করা হয়। সংগঠনের সদস্যরা একাধিক গাছের চারা যেমন রোপণ করেন তেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য বেশকিছু ফুলের চারা রোপণ করেন।