আজ নাকাশিপাড়া থানার উদ্যোগে, নাকাশিপাড়া বিডিও অফিসের আনন্দধারা ভবনে অনুষ্ঠিত হলো শারদীয়া দুর্গাপূজা ২০২৫ এর সমন্বয় সভা। আজ বেথুয়াডহরীর ১৫৯ টা ক্লাব ও মন্দির গুলিকে পূজোর চেক বিতরণ করা হলো। এবছরবাংলারদানের এই টাকার পরিমাণ এক লক্ষ দশ হাজার টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়এ বছর ২০২৫ এর শারদ উৎসবের শারদীয়া দুর্গা পুজোর চেক বিতরণ অনুষ্ঠান হল .।