আজ ছিল নাকাশীপাড়া বীরপুর ২ নম্বর পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচন।সেই নির্বাচনে জয়লাভ করল ৯/০ তে তৃনমূল কংগ্রেস। সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের ত্রিশক্তি জোটকে হারিয়ে সমবায় সমিতির নির্বাচনে তাদের ধারা বজায় রাখল। বিজয় মিছিলে বোম ফাটানোকে কেন্দ্র করে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয় । প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্থিতিশীল হয়। তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে বিজয় মিছিল বের হয় বীরপুর 2 পঞ্চায়েতের রাস্তায়।