Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 27, 2025
টিটাগড় থানা এলাকার অন্তর্গত ১৫৭ টি দুর্গোৎসব কমিটি কে নিয়ে প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো টিটাগড় পৌরসভা ভবনে টিটাগর থানার পুলিশের পক্ষ থেকে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর পাল মধ্য ইন্দ্র বদন ঝা, অতিরিক্ত উপনগর পাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় অতিরিক্ত উপনগর পাল। ট্রাফিক উত্তর রাজশ্রী শংকর বনিক, টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর, ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস ।