Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 1, 2025
পুলিশ দিবস উপলক্ষে টিটাগড় থানা ভবনে আয়োজিত হলো রক্তদান শিবির কর্মসূচি। এই দিনের রক্তদান শিবির কর্মসূচিতে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল মুরলীধর, উপনগর পাল ট্রাফিক অম্লান কুসুম ঘোষ, উপ নগর পাল মধ্য ইন্দ্র বদন ঝা,উপ নগরপাল গোয়েন্দা বিভাগ চারু শর্মা, অতিরিক্ত নগরপাল ট্রাফিক উত্তর বিভাগ রাজশ্রী শংকর বনিক, টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর।