মে এক ব্যক্তির বিরুদ্ধে বিল্লগ্রাম করালির মাঠের বাসিন্দা। তার বিরুদ্ধে তার স্ত্রী আদালতে অভিযোগ জানান । বধূ নির্যাতনের ওই ব্যক্তিকে আদালত হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত। কিন্তু সেই হাজীরা অমান্য করেন। এরপর নাকাশিপাড়া থানায় আদালত তার গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোপন সূত্রে খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশের এ এস আই নিখিল ঘোষ আজ কাঠালবেরিয়া থেকে তাকে গ্রেফতার করেন ।আর সেই ব্যক্তিকে আজ কৃষ্ণনগর আদালতে পাঠানো হলো।