Swarupnagar, North Twenty Four Parganas | Sep 9, 2025
বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাটের স্বরূপনগর থানার স্বরূপনগর-বাঙলানি গ্রাম পঞ্চায়েতের ভগলবাড়ী এলাকার ঘটনা বসিরহাট-হাকিমপুর রোডের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 10.30 নাগাদ বাংলানি মোড় এলাকায় বাইক ও সীমান্ত এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়েন ওই বাইক আরোহী। পাশ দিয়ে যাচ্ছিল একটি ইঞ্জিনভ্যান। ওই বাইক আরোহীকে নিয়ে বাসটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধা