প্রকাশ্যে লংতরাইভ্যালী মহকুমার ১৩ কিমি রাস্তার ভয়াবহ দুর্নীতি লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত ছাওমনু পিডব্লিউডি-র অধীনে থাকা ছাওমনু থেকে ছৈলেংটা পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার রাস্তার কাজে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। মাত্র ছয় মাস আগে কাজ শুরু হলেও, এর মধ্যেই একাধিক জায়গায় রাস্তার বেহাল দশা সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই অবস্থা।