ধলাই জেলার ছৈলেংটা ব্লকের অন্তর্গত ভাগ্যমণি পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চরম অব্যবস্থা স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বিধায়ক শম্ভুলাল চাকমা এবং এডিসি সদস্য হংস কুমার ত্রিপুরা উভয়েই এই এলাকার দায়িত্বে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই কেন্দ্রটির কোনও উন্নতি হয়নি বলে অভিযোগ উঠেছে।