Download Now Banner

This browser does not support the video element.

বাগদা: বাগদার হেলেঞ্চাতে মতুয়াদের মিছিল ও প্রতিবাদ সভা

Bagda, North Twenty Four Parganas | Sep 3, 2025
বাগদার হেলেঞ্চাতে মতুয়াদের মিছিল ও প্রতিবাদ সভা । অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের বাগদা ব্লক কমিটির পক্ষ থেকে বাগদার হেলেঞ্চাতে বাঙ্গালীদের উপরে অত্যাচারের প্রতিবাদে আজ বিকেল চারটে নাগাদ প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করেছিল । উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংঘাদিপতি মমতা ঠাকুর ও কয়েকশো মতুয়া । হেলেঞ্চা ত্রিকোণ পার্ক থেকে মিছিল শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরবর্তীতে হেলেঞ্চা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করা হয় ।
Read More News
T & CPrivacy PolicyContact Us