ঘটনাটি গত ০৬.০৯.২০২৫ তারিখে নাকাশিপাড়া থানার পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বেথুয়াডহরি সুপার মার্কেটে অভিযান চালান। সে সময় বেথুয়াডহরি সুপার মার্কেটে ০৬/০৭ জন সহযোগী এক সাথে একত্রিত হয়ে নিকটবর্তী স্থানে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের ধারলো অস্ত্র সহ ছিলেন তারা। ০৬.০৯.২০২৫ তারিখে তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করে নাকাশিপারা পুলিশ। বাকি জনেরা পালিয়ে যায় । তাদের মধ্যে দুজনকে হাতেনাতে ধরে নাকাশিপাড়া পুলিশ।