ভাতা দিয়ে চলবে না সংসার স্পষ্ট বার্তা ভিন রাজ্যে কাজ করা শ্রমিকদের।কাজ চাই,কর্মসংস্থান চাই।কাজ নাই বলেই ভিন্ন রাজ্যে ছুটতে হচ্ছে যুব সমাজ কে এমনই বিস্ফোরক মন্তব্য পরিযায়ী শ্রমিকদের। শুক্রবার দুপুর থেকে আদ্রা স্টেশনে ভিড় জমালো পরিযায়ী শ্রমিকরা।কেউ পাড়া,কেউ কাশীপুর,কেউ পুরুলিয়া ২ নং ব্লকের প্রত্যন্ত গ্রাম থেকে যুবকরা আসছে,যাচ্ছেন তামিলনাড়ু, গুজরাট,উত্তরপ্রদেশের মতো ভিন রাজ্যে কাজ করতে।সদ্য পরিযায়ী শ্রমিক দের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মাসে পাঁচ হাজার কর