সোমবার রাতে চুরের দল হানা দেয় কাকড়াবন শীলঘাটি হাই স্কুলে" স্কুলের সিলিং ভেঙ্গে চুরের দল রুমে প্রবেশ করে" নিয়ে যায় কম্পিউটার সহ জরুরী কাগজপত্র এবং গোডাউনে থাকা চাউলের বস্তা সহ বিভিন্ন সামগ্রী " হেডমাস্টারের রুমেও তালা ভেঙে প্রবেশ করা হয়" এই শীলঘাটি হাইস্কুলের আগেও চুরি হয়েছিল সিলিং ফ্যান থেকে শুরু করে বিভিন্ন সামগ্রিক চুরি করে নিয়ে যায় এই স্কুলের নতুন বিল্ডিং এখন ও উদ্বোধন হয়নি এর আগেই দুই দুইবার চুরি হয়ে যায়