বুধবার দিন তালডিহি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম সিদ্ধ গরম জলে পুড়ে গিয়ে গুরুতর আহত হয় চার বছরে এক শিশু। সিউড়ি সদর হাসপাতালে সেই আহত শিশুকে দেখতে উপস্থিত হলেন বীরভূম জেলাশাসক বিধান রায় এবং একাধিক খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখলেন বীরভূম জেলার জেলা শাসক।