বেথুয়াডহরি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে মন্দিরে আজ অনুষ্ঠিত হলো স্বল্প খরচে রক্ত পরীক্ষা শিবির ।বেথুয়াডহরি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাসমিতি ও ডাঃ লাল প্যাথ ল্যাব-এর যৌথ উদ্যোগে , রক্ত পরীক্ষা শিবির বেথুয়াডহরিতে। মোট 61 জনের রক্ত পরীক্ষা করা হয়।