Bhangar 2, South Twenty Four Parganas | Sep 13, 2025
আজ অর্থাৎ শনিবার বিকাল চারটে নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গড় বিধানসভা ভোগালী ২ এর ভূমরো গ্রামের চাঞ্চল্যকর অভিযোগ করলেন সালাউদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি। তার অভিযোগ এলাকার সক্রিয় তৃণমূল কর্মী মোকারেম মোল্লা তার বউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালিয়েছে ,আর সেই বউ কে ফেরানোর দাবিতে প্ল্যাকার্ড হাতে রীতিমত ধর্নায় বসলেন ভোগালী ২ এর ভূমরো গ্রামের ঈদগা মাঠের কাছে, যে ব্যক্তি তার বউকে নিয়ে পালিয়েছে তার ছেলের সাইবার ক্যাফের সামনেই ধর্নায় বসেন এদিন ওই ISF কর