'নিখোঁজ' এক ব্যক্তির খোঁজে শালী নদীতে তল্লাশী শুরু করলো বিপর্যয় মোকাবিলা দপ্তর। শনিবার বেলিয়াতোড় থানা এলাকার আমঠিয়া গ্রামের বাসিন্দা বছর পঁয়ত্রিশের কাঞ্চন রায় শালী নদী পেরোতে গিয়ে জলে তলিয়ে গেছেন ধরে নিয়েই এই তল্লাশী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার বেলিয়াতোড় থানার ছাঁদার গ্রাম পঞ্চায়েতের আমঠিয়া গ্রামের বাসিন্দা কাঞ্চন রায় সাইকেলে চেপে শালি নদী পেরিয়ে জগন্নাথপুর গ্রামে কাজে যায়। তারপর আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন