সি এ এ তে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেলেন হেলেঞ্চা বাসিন্দা । ২০০৯ সালে বাংলাদেশ থেকে এসে বাগদার হেলেঞ্চা বৈঁচিডাঙাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন প্রমথ রঞ্জন বিশ্বাস। সিএএ আইন লাগু হওয়ার পর তিনি ভারতীয় নাগরিক হবার জন্য সিএএ আবেদনের কথা ভাবেন। সেই ভাবনা মতই ২০২৫ সালের এপ্রিল মাসে নাগরিকত্বের জন্য আবেদন করেন প্রমথ রঞ্জন বিশ্বাস। সব রকম ভেরিফিকেশনের পর সম্প্রতিক সেই নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছেন প্রমথ বাবু।