পথ সারমেয়কে পিটিয়ে মারার অভিযোগ, পায়রাডাঙ্গা থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি। সূত্রের খবর, রানাঘাট থানার পায়রাডাঙ্গা ঘাঁটিগাছা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে রবিবার বিকেলে এক পথ সারমেয় ঢুকে পড়লে তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই বিষয়টি সামনে আসলে পশু প্রেমী সংগঠনের পক্ষ থেকে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।