ছাওমনুতে তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে ১০ ভোটার ছাওমনু বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এক পাড়া ভিত্তিক সভায় তিপ্রা মথা দল থেকে পাঁচ পরিবারের মোট ১০ জন ভোটার দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। এই রাজনৈতিক যোগদান এলাকার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।