কমলপুর সাব পোস্ট অফিসের অধীনে থাকা বাঘাইছড়ি ব্রাঞ্চ অফিসের পোস্টমাস্টার জেবি দেববর্মা (স্বামী রঞ্জিত শর্মা)- তার বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বাঘাইছড়ি এলাকার সাত শতাধিক গ্রাহক এই প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী গ্রাহকরা জানান, তাদের মধ্যে অনেকে দিনমজুর বা রাবার শ্রমিক হিসেবে কাজ করে কষ্টার্জিত টাকা এই পোস্ট অফিসে গচ্ছিত রেখেছিলেন। কারও ৪০ হাজার, কারও ৫০ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।