শহরের আবর্জনা ফেলা হচ্ছে গ্রামে! প্রতিবাদে পথ অবরোধের হুঁশিয়ারি জেলা বিজেপির। বিজেপির জেলা নেতা স্বপন চৌধুরীর অভিযোগ, পুরুলিয়া পৌরসভার নোংরা - আবর্জনা ফেলা হচ্ছে কাশিপুর বিধানসভা হুড়া ব্লক এলাকায়। লধুড়কা, জয়নগর, জামবাদ প্রভৃতি গ্রামের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্ষায় এই আবর্জনা নদীতে পড়ে, ঘটাচ্ছে জল দূষণ। বারবার অভিযোগ জানালেও নির্বিকার প্রশাসন। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে, আগামী দিনে পথ অবরোধের হুঁশিয়ারি দেন