দুর্গাপূজার আগেই নতুন বস্ত্র বিতরণ করল জেলা পুলিশ।বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে হুড়া থানার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হয়,সেখানে দু:স্থ অভাবী মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন।জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী।এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যধোয়ার অবিনাশ ভীমরাও, ডিএসপি জীবনেশ রায়,হুড়া থানার ওসি বিশ্বজিৎ মন্ডল প্রমুখরা।এইদিন বিকাল সাড়ে তিনটা পর্যন্ত শিবিরে তিনশো জনের বেশী মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। পুলিশ সুপার অভ