নবনির্বাচিত ব্লক তৃণমূলের সভাপতি সমেত শাখা সংগঠনের নেতৃত্বদের সংবর্ধনা দিন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গোপীবল্লভপুর পূর্ব ও পশ্চিম চক্রের সদস্যরা। শুক্রবার ছাতিনাশোল দলীয় কার্যালয়ে ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ,সহ সভাপতি সত্যকাম পট্টনায়েক, রঞ্জিত মহাকুল সহ যুব সভাপতি অভিষেক দাস,সহ সভাপতি আনন্দ বাড়ি, শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশীষ গিরিকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সম্মানিত করেন শিক্ষক সংগঠনের সদস্যরা।