Kultali, South Twenty Four Parganas | Sep 11, 2025
কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের এক নম্বর ঘেরি এলাকায় বিজ্ঞানসম্মত চিংড়ি চাষ করে শতাধিক মৎস্যজীবীদের কর্মসংস্থান সৃষ্টি হল । এখানকার চিংড়ি বিদেশেও রপ্তানি হয়। আর সেই চিত্র উঠে এলো আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে। মূলত সুন্দরবনের মৎস্যজীবীরা নদী খাঁড়ি জঙ্গলে গিয়ে বাঘের আক্রমণে আহত- নিহত হয়। আর তাদের কথা চিন্তা করে এমনই চাষের ফলে এখানকার মানুষজনের কর্মসংস্থান সৃষ্টি হল।