জামতলা এলাকায় আজ সকালে রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে তারা খবর দেয় কুলতলী থানায়। কুলতলী থানার পুলিশ প্রথম দেহটি নিয়ে জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতাল নিয়ে যায়। পরে তার মৃত দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। কিভাবে এই ব্যক্তির মৃত্যু ঘটলো তার তদন্ত শুরু করছে কুলতলি থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম গোবিন্দ মন্ডল বেড়ের হাট এলাকার বাসিন্দার।