কমলপুর কালীবাড়ির মাঠে এভারগ্রীন সামাজিক সংস্থা আয়োজিত ২১তম প্রহ্লাদ সিনহা স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের 24/8/25 ইং থেকে শুরু হয়েছে। আজ বিকেলে ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হন মেথির মিয়া একাদশ বনাম হালহালি একাদশ।