প্রেমিক বিয়ের প্রস্তাব অস্বীকার করাই আত্মঘাতী এক তরুণী। মর্মান্তিক এই ঘটনা হুড়া থানার কাজুলী এলাকার। জানা যায়, কাজুলি গ্রামের তরুণী সবরিনা খাতুনের সঙ্গে স্থানীয় মাগুড়িয়া গ্রামের যুবক আসিফ আনসারির প্রেমের সম্পর্ক ছিল। পরে ঐ যুবক বিয়ে করতে অস্বীকার করে। এবং তার পরিবারের লোকেরা ঐ তরুণীকে নানাভাবে হেনস্থা করে, বলে অভিযোগ। এর জেরে শনিবার দুপুর ১২ টা নাগাদ ঐ তরুণী আত্মঘাতী হয়, বলে অভিযোগ মৃত তরুণীর পরিবারের। এদিন বিকাল ৪টা নাগাদ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন