এক অসাধারণ উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করে কেরালা থেকে এক যুবক ভারতের বিভিন্ন রাজ্য বাইসাইকেলে ভ্রমণ করছেন। গত ১৩ মাস ধরে তার এই ভ্রমণের তালিকায় শুধু ভারত নয়, রয়েছে নেপাল এবং ভুটানও। এই দুঃসাহসী অভিযাত্রী, যিনি প্রায় ২০টি রাজ্য ভ্রমণ করেছেন, সম্প্রতি ত্রিপুরার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ডুম্বুর জলাশয়ের নারকেল কুঞ্জে এসে পৌঁছান। তাঁর এই ভ্রমণের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সেখানকার স্থানীয় সংস্কৃতিকে খুব কাছ থেকে অনুভব করা।