Barrackpur 1, North Twenty Four Parganas | Sep 24, 2025
১১ জন মৃত্যুর পরও কেন CSCE কর্নধার সঞ্জিব গোয়ঙ্কার বিরুদ্ধে থানায় অভিযোগ হলো না? জিতেন্দ্র তেওয়ারির বস্ত্র বিতরনে পদ পিষ্ট হয়ে তিনজন মারা যাওয়ায় তার জেল হয়েছিলো।এই দিকে CSCE র গাফিলতির জন্য ১১ জন মারা গেলো যে কথা মুখ্যমন্ত্রী বলছেন তারপরও কেন অভিযোগ করা হলো না থানায় এবং পুলিশ কেন গ্রেপ্তার করল না।