Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 3, 2025
আগামী 5 ই সেপ্টেম্বর বিশ্ব জুড়ে আয়োজিত হতে চলেছে নবী দিবস তথা বিশ্ব শান্তি দিবস, ব্যারাকপুর মহকুমার টিটাগড়ে সাড়ম্বরে পালন করা হয় নবী দিবস, বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে বের করা হয় শোভাযাত্রা, এই নবী দিবস সুষ্ঠুভাবে পালন করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের টিটাগড় থানার পক্ষ থেকে থানা ভবনে আয়োজিত হলো প্রস্তুতি বৈঠক, এই বৈঠকে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ, উপ পৌর প্রধান মহঃ জলিল, ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওশাদ আলম।