ঘটনাটি নদীয়ার বেথুয়াডহরী মহাপ্রভু রোডের একটি বস্ত্র দোকানের মালিকের বাড়ির ছাদে । আজ বজ্রপাত হয় ওই বাড়ির ছাদে। ছাদের একটি কোনা ভেঙে পড়ে। তাদের নটি ফ্যানসহ সমস্ত ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স সরঞ্জাম পুড়ে যায়। বজ্রপাতের ফলে আশেপাশে চার পাঁচটি বাড়িতে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিকের দ্রব্য পুড়ে যায়। প্রাণে রক্ষা পেয়ে যান বাড়ির লোকজন । বিকট শব্দ এবং প্রচন্ড বিস্ফোরণে এবং আলোর ঝলকানিতে তাদের আতঙ্ক এখনও দূর হয়নি ওই কটি বাড়ির লোকজনের ।