Basirhat 1, North Twenty Four Parganas | Aug 24, 2025
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার মৈত্র বাগান মির্জাপুর এলাকায়, বাড়িতে কেউ না থাকার সুবাদে দুঃসাহসির চুরির ঘটনা ঘটলো। স্থানের সূত্রে জানা যায় মির্জাপুর এলাকায় বাড়ি অর্চনা মন্ডল এবং তার ভাইপো প্রিয়জিত মন্ডলকে নিয়ে গত শুক্রবার ঝাড়খণ্ডের বেড়াতে যায়।এরপর গতকাল গভীর রাতে গেটের তালা ভেঙে এবং ভিতরে ঘরের দরজার তালা ভেঙে ঘরে গিয়ে, আলমারি ভাঙ্গে।পরিবারের আত্মীয়র দাবি সোনার গহনা প্রায় দশভরি এবং প্রায় সাত ভরি উপর রুপোর গহনা এবং প্রায় লক্ষাধি