রায়গঞ্জের রায়পুর গ্রামে পুত্রবধূর দাবিতে শ্বশুরবাড়ির সামনে সোমবার দুপুরে ধর্নায় বসলেন এক মহিলা। অভিযোগ, অস্থায়ী শিক্ষক দেবাশীষ রায়ের সঙ্গে ২০২০ সাল থেকে সম্পর্ক তৈরি হয়, জোরপূর্বক শারীরিক সম্পর্কের পর চাপে পড়ে বিয়ে করেন তিনি। পরে জানা যায় রেজিস্ট্রি ভুয়ো, বিয়ের পর থেকেই মহিলাকে বাবার বাড়িতে রেখে দেওয়া হয়। নিজের অধিকার ফেরত পেতে অবশেষে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন ওই মহিলা।