সোমবার রাতে মাদারিহাট ব্লকের গ্যারগেন্ডা চা বাগানে একটি ৮ বছর বয়সী মাদি চিতাবাঘ খাঁচা বন্দী হয়।ওই এলাকায় কয়েকদিন থেকে চিতাবাঘের আতঙ্ক থাকায় খাঁচা পাতা হয়েছিল।মঙ্গলবার সকালে ওই চিতাবাঘ উদ্ধার করেছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের লংকাপাড়া রেঞ্জের বন কর্মীরা।এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ জাতীয় উদ্যানের DFO পারভিন কাশওয়ান জানান চিতাবাঘটি উদ্ধার করার পর তার শারীরিক পরীক্ষা করে আলিপুরদুয়ার -১ ব্লকের চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।