কালনার পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতের মাঠের পাড়া সাহা কলোনী এলাকা উত্তেজনায় উত্তাল। মঙ্গলবার গভীর রাতে এলাকাবাসী হাতেনাতে ধরলেন মধুচক্রের আসর। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই বাড়িতে অশ্লীল নাচগানের সঙ্গে চলছিল অসামাজিক কার্যকলাপ। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ গ্রামবাসীরা একজোট হয়ে বাড়িটিতে হানা দেন। সেখান থেকে চারজন মহিলা ও একজন পুরুষকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।