শুক্রবার দুপুর আনুমানিক ১-৩০ নাগাদ সাতগেছিয়া মন্তেশ্বর রোড ওপর ক্যানেল পাড়ের কাছে একটি স্কুটি একটি মহিলাকে ধাক্কা মারে। মহিলাটি গুরুতর জখম হয়। ঘটনাস্থলে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ এসে পাহাড়হাটি হসপিটালে নিয়ে যায়। আহত মহিলার নাম আসিয়া বিবি (৬৫), সাতগেছিয়া মন্তেশ্বর রোডে স্কুটির ধাক্কায় মহিলার মৃত্যু