প্লাস্টিক ব্যবহারে পরিবেশ নষ্ট হয় সেই বার্তা তুলে ধরে শালীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদৌসী খাতুন বিবির নেতৃত্বে শালিপুর অঞ্চলের ভিআরপি কর্মীদের নিয়ে একটি সচেতনতা শিবির এবং বিশেষ পদযাত্রা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ হাড়োয়া ব্লকের শালিপুর বাজারে।বাজারে সকল সবজি ব্যবসায়ী সহ সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে প্লাস্টিক ব্যবহারে সর্তকতা দিতে এই বিশেষ পদযাত্রা বলে জানা গেছে শালিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।উপস্থিত ছিলেন শালিপুর