মালদা শহরের বিগ বাজেটের পাঁচটি পূজো কমিটির সাথে প্রতারণা। পূজা মন্ডপের বাইনার প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে রাতারাতি উধাও কলকাতার বেহালার একটি ডেকোরেটর সংস্থা। মাথায় হাত ক্লাব কর্তাদের। মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এই পাঁচটি ক্লাবের কর্মকর্তারা। উল্লেখ্য পূজোর বাকি আর মাত্র ১৪ দিন। মালদহ শহরের মন্ডপে মন্ডপে চলছে জোর কদমের প্রস্তুতি। এই পরিস্থিতিতে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এই ডেকোরেটার সংস্থা বলে অভিযোগ।