আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাৎই অচেনা ওই যুবককে কোয়ার্টারের কার্নিশের উপর দেখতে পান রেল আধিকারিক এস.কে সিং-এর বাড়ির পরিচারিকা। আতঙ্কিত হয়ে পরিচারিকা বাড়ির ভেতরে প্রবেশ করে লোকজনদের ডাকাডাকি শুরু করেন। তাঁরা ভেতর থেকে দৌড়ে বাইরে আসতে আসতেই ওই যুবক কার্নিশের উপরে থাকা পাইপ থেকে কেবল লাইনের তারের ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। বাড়ির লোকজন চিৎকার করে বাধা দিলেও তিনি শোনেননি। এরপরই পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।