ভক্তিনগর থানার পুলিশ এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টা করার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রাকেশ বর্মন (২০) এবং রনোদেব দে (২২)। রাকেশ হেদরাপাড়া এবং রনোদেব বানারহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ১লা সেপ্টেম্বর হায়দারপাড়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।