দক্ষতা বৃদ্ধি করে দিব্যঙ্গ জনদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য একটি উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার ।এর জন্য রাজ্যে একটি বৃহৎ আকারের সেন্টার করা হবে। শনিবার সমাজ কল্যাণ দপ্তরের সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে চিফ মিনিস্টারস স্কিম ফর পারসন with intelectual disabilities অনুমোদন পত্র প্রদান অনুষ্ঠানে এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।