হাসপাতালগুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে। স্বেচ্ছাসেবী সংস্হা গুলি রক্তদান শিবির করে রক্ত সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে। তাদের এই উদ্যোগে বহু মানুষ প্রান ফিরে পান। পুরুলিয়ার ভামুরিয়া যুবকল্যাণ সমিতির শাখা সংগঠন রক্তরেনুর সহযোগিতায় বিভিন্ন ক্লাবের পরিচালনায় প্রায়ই রক্তদান শিবির করা হয় বলে জানান রক্তরেনুর সম্পাদক রাজু মাজী।রবিবার সাঁতুড়ি ব্লকের যশপুর বীনাপানি ক্লাবের উদ্যোগে ও রক্তরেনুর সহযোগিতায় যশপুর প্রাথমিক বিদ্যালয়ে রক্তদানের শিবির অনুষ্ঠিত হয়।